বগুড়া সদরের আশোকোলা বালিকা উচ্চবিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) :১০ অক্টোবর সকালে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলায় ২০৫৬০০০০ (দুই কোটি ছাপান্ন লক্ষ) টাকা ব্যয়ে বালিকা উচ্চবিদ্যালয়ের ৪(চার) তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ফলক উম্মচন করেন প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম মোস্তফা আলাল, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ বগুড়া জেলা শাখা ও সভাপতি আশোকোলা বালীকা উচ্চবিদ্যালয়। এছাড়া উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মাহিনুর রহমান, মোঃআরিফুজ্জামান, সহঃ প্রকৌশলী মোঃআব্দুল আহাদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃআনিছার রহমান, খলিল, সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল বারী সরকার, সবিয়া আকতার, মোঃ জুলফিকার আলী, মোঃ আব্দুর রশিদ পাইকাড়, মোঃ লুৎফর রহমান প্রমূখ। ফলক উম্নচন শেষে দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ্ব মিজনুর রহমান।