নন্দীগ্রামে শ্রমিকলীগের সভাপতি বাবু আর নেই
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও অটোটেম্পু মালিক সমিতির সভাপতি আলী রেজা মো. মারুফ বাবু (৪৮) গত বুধবার রাতে বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার নন্দীগ্রামে শহরের সরকারি পাইলট হাইস্কুল মাঠে জানাযা শেষে পারাবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি স্ত্রী, এক পুত্র, বাবাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক এমপি রেজাউল করিম তানসেন, নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন রানা, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়র কামরুল হাসান জুয়েল, ওসি শওকত কবির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. রাফি পান্না, অধ্যক্ষ আলহাজ্ব সিরাজুল ইসলাম, ওসমান গণি বেলাল, সাবেক বিএনপির সভাপতি শামীম চৌধুরী, প্যানেল মেয়র আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আনিছুর রহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক আলী আজম, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, তাতী লীগের সভাপতি আবু নোমান পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।