শ্যালকের সাবলের আঘাতে দুলাভাই খুন
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুর উপজেলার অন্তর্গত বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের ঢাকন্তা গ্রামে শ্যালকের সাবলের আঘাতে দুলাভাই খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। ২১ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু জানান, বগুড়া সদর উপজেলার শেখবাড়ী গ্রামের মৃত গোফ্ফার হোসেনের ছেলে শাজাহান আলী (৩৫) কয়েক বছর আগে শাজাহানপুর উপজেলার ঢাকন্তা গ্রামে বিয়ে করে নিশ্চিন্তপুর চারমাথা বাজারে ইলেক্ট্রিক দোকানের ব্যবসা শুরু করেন। কিছুদিন আগে শাজাহান আলী ঢাকন্তা গ্রামে তার মামা শ্বশুড় হেলাল উদ্দিনের নিকট থেকে একখন্ড জমি ক্রয় করেন। এমতাবস্থায় মামা শ্বশুড় হেলাল উদ্দিনের ছেলে শ্যালক রনি (৩০) জমির টাকা তার বাবাকে না দিয়ে তাকে দিতে বলেন। কিন্তু তাতে রাজি না হয়ে তার বাবাকে টাকা দিলে রনি ক্ষিপ্ত হয়ে উঠে। এমতাবস্থায় গত বৃহস্পতিবার শাজাহান আলী স্ত্রীকে সাথে নিয়ে ঢাকন্তা গ্রামে শ্বশুড় বাড়িতে বেড়াতে এলে মামতো শ্যালক রনি লোহার সাবল দিয়ে শাজাহানের মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি আঘাত করে। গুরুতর আহত হয়ে শাজাহান আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। মারপিট করেও ক্ষ্যান্ত হয়নি রনি। নিশ্চিতপুর বাজারে শাজাহানের ইলেক্ট্রিক দোকান ভাংচুর ও লুটপাট করে রনি। এঘটনায় শাজাহান আলীর স্ত্রী কাজলী বেগম এবং নিশ্চিন্তপুর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই ওবায়দুল আল মামুন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শাজাহান আলী মারা যান। মামলা দায়েরের পরপরই ঢাকন্তা গ্রামের নিজ বাড়ি থেকে রনিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।