বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু ॥ ২জন আহত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুর উপজেলার বিরিকুল্যা আকন্দপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গর্ভবতি গাভীর মৃত্যু হয়েছে। একই সাথে আহত হয়েছে দুই জন। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বিরিকুল্যা আকন্দপাড়ার মৃত কাজেম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) ও তার ভাতিজি মিম (১৮)। আহত জাহিদুল ইসলামের স্ত্রী মালেকা বেগম জানান, তার ও তার দেবরের ৭ সদস্যের দুই পরিবার টিনের বাড়িতে বসবাস করেন। বুধবার দুপুরে বাড়ির আঙ্গিনায় রান্না করছিলেন। হঠাৎ করে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় ঘরে থাকা স্বামী জাহিদুল ও ভাতিজি মিম ঘরের টিনের বেড়াতে হাত দেয়া মাত্রই সটকে পড়ে যায়। গোয়াল ঘরে থাকা ৭ মাসের গর্ভবতি একটি গাভী মারা যায়। দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেয়ার পরও পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে থাকে। পরে দেখা যায় বিদ্যুৎ মিটারের সংযোগ তার পুড়ে গিয়ে টিনের বেড়ার সাথে লেগে আছে। খবর পেয়ে বিদ্যুত অফিসের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নিয়ে যায়। গাভী মারা যাওয়ায় তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান ও আর্থিক সহায়তার আশ্বাস দেন। এসময় চোপীনগর ইউপি চেয়ারম্যান মোজাফ্ধসঢ়;ফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্যা, যুবলীগের য্ধুসঢ়;গ্ম সম্পাদক বাদশা আলমগীর, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাাদক শফিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।