ফ্যাসিষ্ট সরকারের দিন শেষ ॥ একটু ধাক্কা দিলেই পড়ে যাবে এমপি সিরাজ
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : ফ্যাসিষ্ট সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের পায়ের নিচে মাটি নাই। একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। তাই সরকারের জুলুম নির্যাতন উপেক্ষা করে এখনই তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদেরই স্বজন। ভোট ডাকাত অবৈধ সরকারের হুকুমে জনতার বিরুদ্ধে দাঁড়াবেন না। সাধারণ মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান। বুধবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এসব কথা বলেন। এসময় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় থেকে কর্মি সভায় অংশ নেয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যাপক সংখ্যক নেতা-কর্মিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, অল্প কিছু দিনের মধ্যেই তৃণমূলের কমিটি গুলো ঘোষণা করা হবে। অসুস্থ চেয়ারপার্সন এবং বিদেশে থাকা সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় নেতৃত্ব। তাদের মুখের দিয়ে তাকিয়ে কেন্দ্র থেকে ঘোষিত কমিটি মেনে নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতার সভাপতিত্বে এবং সাবেক আহ্বায়ক আবুল বাশারের সঞ্চালনায় কর্মি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর রহমান চন্দন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল বারী তালুকদার বেলাল, রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, মোর্শেদ মিল্টন, আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।