fbpx
বগুড়া জেলার সংবাদশেরপুর

শেরপুরে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত

বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ):  জন্ম একবার নিবন্ধনও একবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলা প্রাসাশনের আয়োজনে জন্মনিবন্ধন দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৬ অক্টেবর সকাল ১১টায় শেরপুর উপজেলা চত্ত্বর হতে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে শেরপুর টাউনক্লাব মহিলা কলেজের হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার, ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ-জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পদাক সাইফুল বারী ডাবলু, প্রাণিসম্পদক কর্মকর্তা ডা: আমির হামজা। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার মিনা পাভিন, গাড়ীদহ ইউপি চেয়ারম্যান দবিবুর রহমান (দবির), সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌর রায় চৌধুরী, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্টু, শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আল-আমিন উলিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সহ সকল ইউনিয়নের সচিব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − one =

Back to top button
Close