‘নিওর’ কবিতায় বঙ্গবন্ধু সংখ্যার মোড়ক উন্মোচন
বগুড়া সংবাদ ডট কম : রবিবার বিকালে কবিতাপত্র ‘নিওর’ কবিতায় বঙ্গবন্ধু সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। সাতমাথায় নিজস্ব কার্যালয়ে মোড়ক উন্মোচন করেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। ‘নিওর’ এই ১৩তম সংখ্যায় শুধুমাত্র বগুড়ায় বসবাসকারী কবিদের কবিতা প্রকাশ করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, এ্যাড. পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া লেখক চক্রের সভাপতি ও নিওর সম্পাদক কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী। মোড়ক উন্মোচন শেষে প্রধান অতিথি সুলতান মাহমুদ খান রনি পত্রিকাটির প্রশংসা করেন এবং এরকম কাজ এগিয়ে নিয়ে যেতে তার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রতি ইংরেজী মাসের ১ম সপ্তাহে ‘নিওর’ প্রকাশিত হয়। নিওর এর নামলিপি করেছেন কবি শিবলী মোকতাদির এবং প্রচ্ছদ করেছেন মেহেদী হাসান মুন্না । পত্রিকাটি পাওয়া যাবে পড়–য়া লাইব্রেরীতে।