বগুড়া শাজাহানপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন আছাদুর রহমান দুলু
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) :শারদীয়া দূর্গাপুজা উপলক্ষ্যে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আছাদুর রহমান দুলু। শনিবার রাতে শাজাহানপুর উপজেলার ডেমাজানী হিন্দুপাড়ায় পূজামন্ডপপরিদর্শনকালে শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন, জেলা ছাত্রলীগের য্ধুসঢ়;গ্ম সম্পাদক তাকবির ইসলাম খান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মিন্টু মিয়া, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শাকিল আহমেদ, উপজেলা জাতীয়পার্টি নেতা আসাফুদ্দৌলা সরকার শামীম সহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকেন। এদেশে কোন ধর্মীয় ভেদাভেদ নেই। মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন।