সান্তাহার পৌরসভার উদ্যোগে পানির পাম্পের শুভ উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : রবিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার উদ্যোগে নির্মান হওয়া মালশন গ্রামের পানির পাম্পের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সান্তাহার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, সান্তাহার পৌরসভার প্রকৌশলী রেজাউল করিম, মুক্তার হোসেন, স্বপন হোসেন প্রমুখ। আলোচনা শেষে পানির পাম্পের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এ ব্যাপারে সান্তাহার পৌরসভার প্রকৌশলী রেজাউল করিম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে ২টি পানির পাম্পের কাজ সর্ম্পন করা হয়েছে।