এন্টিবায়োটিক স্টেরয়েড এএমআর মুক্ত দেশি মুরগি উৎপাদনে শেরপুরে স্বপ্ন ছোঁয়ার সিড়ি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ):বগুড়ার শেরপুরে এন্টিবায়োটিক (অগজ), স্টেরয়েড মুক্ত নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে দেশি মুরগির খামারি স্বপ্ন ছোঁয়ার সিড়ি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ অক্টেবর বিকেলে উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষন কক্ষে প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিরেক্টর এক্সটেনশন প্রাণিসম্পদ অধিদপ্তর ডা. শেখ আজিজুর রহমান। এ সময় বক্তব্যে তিনি বলেন, দেশি মুরগির বাণিজ্যিক চাষ এন্টিবায়োটিক (অগজ), স্টেরয়েড মুক্ত নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে স্বপ্ন ছোঁয়ার সিড়ি জীবনিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করে ব্যাবহার শুণ্যের কোঠায় কৌশল বাস্তবায়নে স্বপ্ন ছোঁয়ার সিড়ি মডেল আজ সারা বাংলাদেশের জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। ভেটেরিনারি সার্জন পিএএ ও উদ্যোক্তা, সমন্বয়ক ডা.মো.রায়হান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এল.ও.আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার জয়পুরহাট ডা.মো.রুস্তম আলী, ইউ.এল.ও.বগুড়া সদর ডা.মো. সেলিম হোসেন শেখ, শেরপুর উপজেলা ইউ.এল.ও ডা.মো.আমির হামজা। এছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্যিক ভিত্তিক দেশি মুরগির (অরগানিক) খামার মডেল উদ্যোক্তা বৃন্দ ।