আদমদিঘিবগুড়া জেলার সংবাদ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) :বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার বেলা ১২ টায় সান্তাহার বি.পি.উচ্চ বিদ্যালয় মার্কেটের ২য় তলায় সমিতির নিজস্ব কার্য্যালয়ে শিক্ষকদের শিক্ষা ব্যবস্থা কে জাতীয়করন, বৈষম্যেমুক্ত শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়ার জন্য ও সমিতির উন্নয়নের সকল সদস্যদের সার্বিক সহয়োগীতা করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষকের দাবী নিয়ে মুল বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহসীন ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল আলিম, ওমর আলী, নজরুল ইসলাম, আসলাম হোসেন, আবু জাকারিয়া, এজাজুল হক, মির্জা আবুল কালাম আজাদ প্রমুখ।