বগুড়ায় কবি সম্মেলন ৬-৮ ডিসেম্বর
বগুড়া সংবাদ ডটকম : বাংলাদেশের এতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে প্রতি বছরের মতো এবছরও বগুড়ায় কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৬-৮ ডিসেম্বর ০৩ (তিন) দিনব্যাপি কবি সম্মেলন টানা ১১ তম বারের মতো বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত শুক্রবার রাতে পৌরপার্কে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা হলেন- সভাপতি ইসলাম রফিক, সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল,
সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, সহ-সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, গণ-সংযোগ সম্পাদক প্রতত সিদ্দিক, অর্থ সম্পাদক আল আমিন মোহাম্মদ, আসর পরিচালনা সম্পাদক এস এম আনিছুর রহমান, নির্বাহী সদস্য সারমিন সীমা, আফসানা জাকিয়া এবং আব্দুল মতিন। সভায় ২০১৯ সালে ৪টি বিষয়ে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয় ৪টি হলো- কবিতা, গল্প, লিটল ম্যাগাজিন এবং সাংবাদিকতা। কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’ বর্ধিত কলেবরে প্রকাশিত হবে, সবাইকে লেখা দেয়ার আহবান জানানো হয়। এছাড়া সংগঠনের সদস্যদের বাৎসরিক চাঁদা নভেম্বর মাসের ৭ তারিখের মধে সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলীর নিকট জমা দেয়ার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠিতব্য কবি সম্মেলনে সবার সহযোগিতা কামনা করা হয়।