নন্দীগ্রামের লোকালয়ে হনুমান
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) :বগুড়ার নন্দীগ্রামে হঠাৎ একটি হনুমানের আগমন ঘটেছে। গত চারদিন ধরে উপজেলা রনবাঘা এলাকায় হনুমানটি সর্বত্র বিচরণ করছে। স্থানীয় লোকজন হনুমানটি দেখতে ভিড় করছেন। তবে হনুমান এখন পর্যন্ত কারো কোন ধরণের ক্ষতি করেনি। স্থানীয়রা জানায়, গত বুধবার প্রথমে সিংড়া উপজেলার সীমান্ত এলাকা কৈগাড়ী গ্রামে হনুমানটির দেখা মিলে। পরে নন্দীগ্রাম উপজেলার মুথরাপুর গ্রামে অবস্থানের পর বর্তমানে শনিবার সকালে রনবাঘা বাজারে এসেছে। সেখানে অস্থির এ প্রাণিটি ছুটে বেড়াচ্ছে। কখনও গাছের মগডালে, কখনও বাড়ির ছাদে। আবার কারো টিনের চালে অবস্থান করছে। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক মানুষও ছুটছে পিছুপিছু। মানুষগুলো দেখে হনুমানও অস্থিরতা বোধ করছে। কয়েকদিন থেকে ঠিকমতো খাবার না পেয়ে অনেকটা দূর্বল হয়ে পড়েছে হনুমানটি। তবে মাটিতে আসার পর অনেকে বিস্কুট ও কলা দিচ্ছেন। এলাকাবাসীর ধারনা করছেন ফলের গাড়িতে ফল খেতে খেতে অথবা ভারত থেকে দলছুট হয়ে চলে আসছে। খাবার সমস্যার কারণে লোকালয়ে খাবারের সন্ধানেও আসতে পারে। হনুমানটির মধ্যে এখনও শান্ত ভাব আছে। কারো কোনো ক্ষতি করেনি। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শফিউল আলম বলেন, ওই এলাকায় হনুমান আসার কথা শুনেছি। হনুমানটি উদ্ধারে বন্যপ্রাণি বিভাগকে অবগত করেছি। এলাকার মানুষকে হনুমানটিকে উত্ত্যক্ত না করার পরামর্শও দেন তিনি।