বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : শুক্রবার বিকেল নিরাপদ সড়ক চাই বগুড়ার কাহালু উপজেলা কমিটির আয়োজনে বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে নিরাপদ সড়ক চাই সম্বলিত লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সভাপতি প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু, সাধরণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকীম, নিরাপদ সড়ক চাই কাহালু সরকারি ডিগ্রী কলেজ কমিটির যুগ্ম আহবায়ক রিমন রাহাত, নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সদস্য মোস্তাকিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী, রায়হান, ওমর আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ। লিফলেট বিতরণের পূর্বে নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।