fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

বগুড়ায় অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া

বৃহস্পতিবার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আগ্নিকান্ড ও ভূমিকম্পন বিষয়ক মহড়া পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ

বগুড়া সংবাদ ডটকম : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বগুড়ায় অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১২ টায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে চত্বরে অনুষ্ঠিত হয়। নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি, প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়ে আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়াম ফাউন্ডেশন বগুড়ার পরিচালক আব্দুর রফিক, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, ধনুট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মন্ডল। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার কমান্ডার বজলুর রশিদ ভূমিকম্প অগ্নিকান্ড সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

two + two =

Back to top button
Close