শেরপুরে মুক্তিযোদ্ধা ভবন হস্তান্তর উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ): বগুড়ার শেরপুর উপজেলায় কমান্ড মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ অক্টেবর বিকালে শেরপুর উপজেলার হাজ্বিপুর (মহিপুর) এলাকায় নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি হস্তান্তর উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সেক্টার কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য প্রবীণ সাংবাদিক আকরাম হোসেন খান, শহর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, শেরপুর থানা অফিসার ইনচার্জ
হুমায়ুন কবীর, উপজেলা ভেটেরিনারি সার্জন পিএএ ডা: মো: রায়হান, পিএস কোরবান আলী মিলন, শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা অধ্যক্ষ হাফিজুর রহামন, আবু বকর, মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, আব্দুর রাজ্জাক, এনায়েত হোসেন, শাজাহান আলী প্রমুখ।