শাহ্ ফতেহ আলী বাস তল্লাসী চালিয়ে সান্তাহারে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৩
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৬০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা। গত বুধবার রাতে তাদের কে গ্র্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট এলাকায় পুলিশ বক্সের সামনে ঢাকাগামী শাহ্ ফতেহ আলী বাস তল্লাসী চালিয়ে ৩টি ব্যাগ থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট মাসিমপুর বাঁশকাটা গ্রামের দেলোয়ার হোসেন ছেলে রবিউল ইসলাম (১৮), নওগাঁর ধামুইরহাট চন্দ্রকোলা গ্রামের সুদেপ হালদারের ছেলে সুপদ হালদার (১৯), নওগাঁর পত পত্নীতলার হাজরাপুকুর গ্রামের লালু বাবুর ছেলে ফিরোজ হোসেন ছনি (২৬)। বৃহস্পতিবার দুপুরে তাদের বগুড়া জেল হাজতে প্রেরণ করেছে।