কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দূনীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) :বৃহস্পতিবার বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দূনীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের
শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।