বগুড়া চেম্বার রপ্তানি ট্রফি-২০১৮সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান
বগুড়া সংবাদ ডটকম : শনিবার বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে পাঁচ তারকা হোটেল মম ইন লিমিটেড এর সম্মেলন কক্ষে রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় ২০১৮ সালের রপ্তানিকারকদের মাঝে চেম্বার রপ্তানি ট্রফি সম্মাননা স্মারক প্রদান করা হয়। চেম্বার সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন-এর সভাপতিত্বে বগুড়া চেম্বারের সদস্য বিশিষ্ট রপ্তানিকারক, আমদানিকারক, ব্যাংকার ও তরুণ উদ্যোক্তাদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য আয়োজনে চেম্বার রপ্তানি ট্রফি-২০১৮ প্রদান করা হয়। সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন যে, উত্তর বঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলা শিল্পনগরী হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে। এখানে ছোট, বড়, মাঝাড়ি ও বৃহৎ আকারের বহু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বর্তমানে ফাউন্ড্রী শিল্প কারখানা, জুট মিল, ফিড মিলস্ধসঢ়;, রাইচ ব্রান ওয়েল মিল, ঔষধ ফ্যাক্টরী, গ্লাস ফ্যাক্টরী, টাইলস্ধসঢ়; ও সিরামিক ইন্ডাষ্ট্রিসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। যার উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করে ভারত, নেপাল, ইউকেসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। রপ্তানি কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যেই আজকের এই আয়োজন। গত ২০১৮ সালে বগুড়া চেম্বারের মাধ্যমে মোট ৩,৩০,০৪,২৬০ মার্কিন ডলারের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়। রপ্তানিকারকদের মধ্যে বক্তব্য রাখেন মজুমদার প্রোডাক্টস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক চিত্ত মজুমদার, তিনি রপ্তানি বাণিজ্যে ভারতের এলাকা ভেদে আইনী বৈষম্যতা পরিহার করা উচিৎ বলে মতামত ব্যক্ত করেন। এ জন্য চেম্বারের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করার জন্য চেম্বার সভাপতিকে অনুরোধ জানান। তামিম এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান আলী জানান রপ্তানিখাতে এ্যান্টি ডাম্পিং ট্যাক্সেশনের ক্ষেত্রে নীতি বিবেচনা করার জন্য চেম্বারকে অনুরোধ করেন। এছাড়া রপ্তানিতে ২য় স্থান অধিকারী হাসান জুট মিলস্ধসঢ়; লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া চেম্বারের সহ-সভাপতি এ.টি.এম. শাফিকুল হাসান জুয়েল বক্তব্য রাখেন। চেম্বার পরিচালকের মধ্যে বক্তব্য রাখেন তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী, মোঃ আব্দুল কালাম আজাদ, হাসান আলী আলাল ও মোঃ আব্দুল গফুর। তরুণ উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ বিন আইয়ুব, শ্রী স্বাধীন চন্দ্র পাল ও মোঃ আল মামুন এছাড়াও মিডল্যান্ড ব্যাংক লিঃ, বগুড়া শাখা এর ব্যবস্থাপক মোঃ আহসান হাবীব। পরিচালকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ গোলাম কিবরিয়া বাহার, মোঃ তোফাজ্জল হোসেন, অশোক রায়, মোঃ পারভেজ হোসেন উজ্জল, মোঃ সাইরুল ইসলাম, মোঃ আবু ওবায়দুল হাসান ববি, মোঃ খলিলুর রহমান ও মোঃ মোতাহার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চেম্বারের সহ-সভাপতি মোঃ মাফুজুল ইসলাম রাজ।