বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ
নামুজায় ছেলের উপর অভিমান করে বিষপানে পিতার আত্মহত্যা
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): বগুড়া সদর উপজেলার নামুজায় ছেলের উপর অভিমান করে বিষপানে এক পিতার আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে নামুজা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বণিজ উদ্দিনের পুত্র ফজুল মিয়া (৫৮) নিজ বাড়ীর পার্শ্বে বিষপান করে অসুস্থ হয়ে পরে। স্থানীয়দের সহযোগীতায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। উল্লেখ্য যে, স্থানীয় একাধিক বিশ্বস্থ সূত্রে জানা গেছে, তার নিজের একমাত্র ছেলের সঙ্গে মাত্র ৩শ’ টাকা নিয়ে ঝগড়া বাধে এতে সে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়।