বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ
শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে নামুজা ফাযিল ডিগ্রি মাদ্রাসায় ফলজ গাছ রোপন
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): ২৮ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা দেশ রত্ম মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে বগুড়া সদর উপজেলার নামুজা এস.এস.আই.ফাযিল ডিগ্রি মাদ্রাসায় গভর্নিং বডির সভাপতি ও বগুড়া জেলা পরিষদ সদস্য এবং সদর উপজেলা আওমালীগ সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ এর নির্দেশ ক্রমে ফলজ গাছ রোপন করা হয়। উক্ত ফলজ গাছ রোপন সময় উপস্থিত ছিলেন, নামুজা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব রোস্তম আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নামুজা ইউনিয়ন যুবলীগ সভাপতি ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আপেল মাহমুদ আরিফ, গভর্নিং বডির সদস্য কামরুল ইসলাম, জালাল উদ্দিন। প্রভাষক নাসির উদ্দিন নান্নু, এম রহমার, সহিদুল ইসলাম, সানাউল ইসলাম, আব্দুল বাছেদ সহ অনেকে।