আদমদীঘিতে শো-রুমে দুর্ধর্ষ চুরি ॥ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বী বাজার এলাকায় জামাল এন্টার প্রাইজে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের ছাউনীর টিন কেটে শো-রুমে প্রবেশ করে ক্যাশ বাক্সের ড্রয়ারে রক্ষিত নগদ অর্থ সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওই শো-রুমের মালিক ওমর আলী। জানা গেছে, আদমদীঘি উপজেলার সদরের কুসুম্বী গ্রামের জামাল হোসেনের ছেলে ওমর আলী কুসুম্বী বাজারে একটি ঘর নিয়ে ফ্রিজের শো-রুম দিয়ে ব্যবসা করে আসছিল। সে প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে তার শো-রুম বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন শনিবার সকালে শো-রুম খুলে দেখে টিনের ছাউনী কাটা, ক্যাশের ড্রয়ারের তালা ভাঙ্গা। চোরেরা শো-রুমের টিনের ছাউনীর টিন কেটে ক্যাশে রক্ষিত নগদ ৩৫ হাজার টাকা, মোবাইল সেট ১১টি, মোবাইলের কার্ড প্রায় ৫ হাজার টাকা, টচর্ লাইট, ইলেকট্রিক বোর্ড সহ দুটি মূল্যবান মোবাইল ট্যাব চুরি করে নিয়ে যায়। ওই শো-রুমের মালিক ওমর আলী জানান, প্রতিদিনের ন্যায় আমি শো-রুম বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন শনিবার সকালে শো-রুম খুলে দেখতে পাই চোরেরা ঘরের ছাউনীর টিন কেটে শো-রুমে ঢুকে নগদ অর্থ সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।