fbpx
খেলাধুলাবগুড়া জেলার সংবাদসোনাতলা

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট আজকের খেলায় সোনাতলা জয়ী

বগুড়া সংবাদ ডট কম : অদ্য ২৭/০৯/২০১৯, বিকাল ৩.৩০ মিঃ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়ামে, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৯” এর আজকের খেলায় সোনাতলঅ উপজেলা ৪-০ গোলে সারিয়াকান্দি উপজেলাকে পরাজিত করে। খেলার ১ম অর্ধে ৩৫মিনিটের সময় সোনাতলা উপজেলার কাবির ১টি গোল করে দলকে ১-০ এগিয়ে নিয়ে যায়। ২য় অর্ধের ২মিনিটের মাথায় আতাউর ১টি গোল করে দলকে২-০ গোলে এগিয়ে নেয়। এরপরে ৬মিনিট ও ১৯ মিনিটে সোনাতলার টাইগার ২টি গোল কওে ৪-০ গোলের বিজয় নিশ্চিত করে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনাতলার আতাউর। খেলা পরিচালনা করেন মোঃ গোলাম মোস্তফা, তাকে সহযোগিতা করেন টুটুল ও জুয়েল, চতুর্থ রেফারী ছিলেন নূর-এ-আলম। আগামীকাল ৩০/০৯/২০১৯ তারিখের ১ম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে শিবগঞ্জ উপজেলা বনাম গাবতলী উপজেলা। ০১/০৯/২০১৯ তারিখের ২য় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে সোনাতলা উপজেলা বনাম কাহালু উপজেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

18 − 11 =

Back to top button
Close