বগুড়া জেলার সংবাদবগুড়া সদরসাহিত্য
মনিরুজ্জামান মিন্টু’র কবিতা নিয়ে বগুড়া লেখক চক্রের পাক্ষিক আসর
বগুড়া সংবাদ ডটকম : বগুড়া লেখক চক্রের ৮১৩তম পাক্ষিক সাহিত্য আসর গত শুক্রবার বিকালে পৌরপার্কে অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। আসরে শুন্য দশকের কবি মনিরুজ্জামান মিন্টুর কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করা হয়। কবিতা পাঠ করেন সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, গণ-সংযোগ সম্পাদক প্রতত সিদ্দিক, সৈয়দ বুলান্দ আখতার, আমিনুল ইসলাম রনজু, আবু রায়হান, হিরণ্য হারুন, আল আমিন মোহাম্মদ, শুভ্রা সাহা, আব্দুল মতিন, এবং সজীব মাহমুদ। আসরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গৌতম কুমার দাস। আগামী ১১ অক্টোবর ২০১৯ খ্রিঃ অনুষ্ঠিতব্য বগুড়া লেখক চক্রের ৮১৪ তম পাক্ষিক সাহিত্য আসরে মানিক বন্দোপাধ্যায়ের উপন্যাস ‘পদ্মানদীর মাঝি’ নিয়ে পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হবে।