কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে কাহালুতে শিক্ষকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র সভাকক্ষে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডাঃ মোঃ সামির হোসেন (মিশু)। ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোশারফ হোসেন, বগুড়া সিভিল সার্জন অফিসের ডাঃ ফারজানুল ইসলাম, কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, কাহালু সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরিদর্শক ইছাহাক আলী সহ কাহালু উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।