বগুড়ার কাহালুতে গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : শনিবার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র সভাকক্ষে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির যৌথ আয়োজনে বগুড়া সিভিল সার্জন ও কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে ২১ দিন ব্যাপী গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডাঃ মোঃ সামির হোসেন (মিশু)। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোশারফ হোসেন,বগুড়া সিভিল সার্জন অফিসের ডাঃ ফারজানুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক গ্রাম ডাক্তার আলহাজ্ব আলাউদ্দিন সরকার, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার সাইফুল ইসলাম, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী কর্মকর্তা গ্রাম ডাক্তার শরিফুল ইসলাম (শরিফ), প্রচার সম্পাদক গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম (রানা) প্রমূখ। প্রশিক্ষণ কোর্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রাম ডাক্তার মাহবুব-উল-আলম সরদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের নওশের আলী।