বগুড়া সদরের লাহিড়ীপাড়ার রায় মাঝিড়া ইছামতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাডিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বুধবার বেলা ১১ টায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায় মাঝিড়া ইছামতি ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তারিকুল কাদির মুুনানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাফতুন আহম্মেদ।তিনি বলেন স্বেচ্ছায় রক্তদান করলে ইহকালিন এবং পরকালীন সওয়াব পাওয়া যাবে। শুধু তাই নয় একজন মুমুর্ষ্য রোগীকে রক্ত দিলে তার জীবনও বেঁচে যেতে পারে বা মৃত্যুর হাত থেকে সে রক্ষাও পেতে পারে। তাই প্রাপ্ত বয়স্ক লোকদের সকলের উচিৎ ১২০ দিন পর পর রক্ত দান করা,এমন উদ্যোগ গ্রহন করায় স্থানীয় যুব সমাজকে স্বাগত জানান এবং তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, কেউ আপনারদের সন্তানদের বাল্য বিবাহ দিবেন না,বাল্য বিবাহ দিলে সে পরিবারের সদস্যদেরকে কঠিন শাস্তি প্রদান করা হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম,মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু,সাধারন সম্পাদক এস আই সুমন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি রানু রেজা,সাধারন সম্পাদক আব্দুর রহিম,সদস্য ময়নুল কাদির,আহসান উদ্দিন, রিপন,ডাঃ জুলকান নাঈম মুন,ডাঃ শাহিনুর রহমান,আতিকুল ইসলাম,আব্দুস সালাম,জাহাঙ্গীর,মেহেদী হাসান,মোছাঃ মরিয়ম,আবু তালেব,জাকারিয়া,নোভা,নুপুর আক্তার মুছা,পান্না,হানিফ,বাশার,জান্নাতী,হাবিবুর,মিস্টার,আলী হাসান,সাকিব আহম্মেদ,রুম্পা খাতুন প্রমুখ।