কাহালুবগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়া র্যাবের অভিযানে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম : র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ ১৭.২০ ঘটিকার সময় বগুড়া জেলার কাহালু থানাধীন দরগারহাট বাজারস্থ ভাইবোন কনফেকশনারী স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোট = ১.৯০০ (এক কেজি নয়শত) গ্রাম গাঁজা, ০২টি মোবাইল এবং ০২টি সীমসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শামছুদ্দীন মন্ডল (৪০), পিতা-মৃত জব্বার আলী মন্ডল, ২। মোঃ বাবুল সরদার (৩৩), পিতা-মোঃ উসমান আলী সরদার, উভয় সাং-বাহাদুরপুর, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা নওগাঁসহ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।