শাজাহানপুরে শারদীয়া দুর্গাপুজা উদ্যাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : আসন্ন শারদীয়া দুর্গাপুজা উদ্যাপন উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের সাথে উপজেলা পুজা উদ্যাপন পরিষদ এবং পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজো আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন। অন্যান্যের বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা, সাধারণ সম্পাদক তপু কুমার সরকার তাপস, সহ-সভাপতি সুকুমার রায়, সাংগঠনিক সম্পাদক মানিক সরকার সহ উপজেলার ৫৪টি পুজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন।