বুড়িগঞ্জে পুলিশের অভিযানে সরকরি ৯৩ বস্তা চাল জব্দ ও একজন আটক
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ):বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির জামুরহাট বন্দরে পুলিশ কর্তৃক সরকারি ৯৩ বস্তা চাল জব্দ ও একজকে আটক করার খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল বুধবার সকাল ১১টায় সরকারি চাল কালো বাজারে বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই আহসান সঙ্গীয় ফোর্স বুড়িগঞ্জ ইউপির জামুরহাট বন্দরে জনৈক মকবুলের চাতালে অভিযান চালায়। পুলিশের অভিযানে ওই চাতাল হইতে বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদে সরকারিভাবে গরীরদের মাঝে বিতরণ করা ভিজিডি’র ৩০ কেজি ওজনের ৯৩ বস্তা কালো বাজারে ক্রয় চাল জব্দ করে। এছাড়াও সরকারি চাল কালো বাজারে ক্রয়ের অভিযোগে বুড়িগঞ্জ ইউপির দক্ষিণ বেলাই গ্রামের মৃত মকো মিয়ার পুত্র বাবু মিয়াকে পুলিশ আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সরকারি চাল জব্দ করা হয়েছে নিশ্চিত করেন। এছাড়াও তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হবে।