ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতার সংবাদ সম্মেলন
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ধুনট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা। লিখিত বক্তব্যে হেদায়েতুল ইসলাম গামা বলেন, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর দুইটি জাতীয় পত্রিকায় আমাকে রাজনৈতিকভাবে হেয়পতিপন্য করতে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। কিন্তু উল্লেখিত প্রকাশিত সংবাদে আমার কোন বক্তব্য বা কোন তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। প্রকৃতপক্ষে আমি স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর ধুনট উপজেলায় সংগঠনকে গতিশীল ও সু-সংগঠিত করে আসছি। গত সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে আমার নেতেৃত্বে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ের লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করছি। বর্তমানে ১০টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করে স্বেচ্ছাসেবকলীগকে আরো সুসংগঠিত করা হয়েছে। একারনে একটি রাজনৈতিক কুচক্রী মহল বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার সুনাম ক্ষুন্ন করতে এবং রাজনৈতিকভাবে আমাকে হেয়পতিপন্ন করতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ওই কুচক্রী মহলটি সাংবাদিক ভাইদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। তবে আমি এবং আমার ভাই বোন সবাই শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছি। আমার বাবা দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি একজন আওয়ামী পরিবারের সন্তান। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি উক্ত মিথ্যা ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে আমি এক শিক্ষক হিসেবে বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকান্ড সহ সরকারের সাফল্যের সংবাদ এবং সমাজ বিরোধী কর্মকান্ডে যারা লিপ্ত রয়েছে সেই সকল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে প্রিয় সাংবাদিক ভাইদের অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি মাহমুদুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, শাহীন আলম রঞ্জু, জাফর ইকবাল খান সেলিম, পৌর ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মর্তুজা, ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামীম আমেদ প্রমূখ।