সোনাতলায় যুব সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : সোনাতলায় নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। আস্থা প্রকল্প,গণউন্নয়ন কেন্দ্র বগুড়ার উদ্যোগে গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় আরো বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ-আল-মাসউদ চৌধুরী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল,আস্থা প্রকল্প গণউন্নয়ন কেন্দ্র বগুড়ার প্রকল্প সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু,সোস্যাল মোবিলাইজেশন অফিসার মুশকুর রহমান ও কেস ম্যানেজার মিতা আলম প্রমুখ। বাল্য বিয়ের কুফল ও প্রতিকার বিষয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত বক্তব্য দেয়। এদের মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করা হয়।