সোনাতলায় মিনা দিবস উদযাপিত
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : নানা কর্মসূচির মধ্য দিয়ে গত মঙ্গলবার বগুড়ার সোনাতলায় মিনা দিবস উদ্ধসঢ়;যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা দিয়ে র্যালি করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা করা হয়। এ সময় বক্তব্য উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, শফিউল ইসলাম, মোঃ আল-আমিন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে দিবসটি উদ্ধসঢ়;যাপিত হয়। দিবসের কর্মসূচিতে বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।