সোনাতলায় স্বাস্থ্য কমপ্লেক্সে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : সোনাতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নবাগত সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এহিয়া কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএমএ বগুড়ার সভাপতি ডা.মোস্তফা আলম নান্নু। তিনি বক্তব্যে বলেছেন বর্তমান সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দেয়ায় আমরা সুখী-সমৃদ্ধ জীবন যাপন করতে পারছি। তাই জনগণের স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে হবে। আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে সঠিক ভাবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাগত বগুড়ার সিভিল সার্জন ডা.মোঃ গওসুল আজিম চৌধুরী, নবাগত ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান তুহীন, বিএমএ সাধারণ সম্পাদক ডা.রেজাউল আলম জুয়েল,স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি ডা.সামীর হোসেন মিশু,ডা.মনিরুল ইসলাম বিপুল, সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.একেএম শরীফুল রেজোয়ান শাতিল ও ক্যাশিয়ার (অব.) তকমেল হোসেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.একেএম কামরুল আহসান রঞ্জু, সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.জামাল-ই-রাব্বী (কনসালটেন্ট সার্জারী), ডা.শাহিন কবীর ও টিএলসিএ হযরত আলীসহ অনেকে।