সোনাতলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : সোনাতলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত একশ’ টি পরিবারের মধ্যে পুনর্বাসনের লক্ষ্যে এক বান্ডিল করে ঢেউটিন ও তিনহাজার করে টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথির বক্তব্য দেন ও ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে ঢেউটিন ও টাকা বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান শিল্পী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,সাধারণ সম্পাদক ও সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলমবুলু,তেকানী চুকাই নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শামসুল হক,পাকুল্যা ইউনিয়ন পরিষদচেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউল হকপ্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী,যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানঅসীম কুমার জৈন নতুন,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.রহমত উন্নবী,উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতনসহ অনেকে।