জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট আজকের খেলায় সোনাতলা জয়ী
বগুড়া সংবাদ ডট কম : অদ্য ২৪/০৯/২০১৯, বিকাল ৩.৩০ মিঃ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়ামে, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৯” এর আজকের খেলায় সোনাতলা উপজেলা ৪-২ গোলে নন্দীগ্রাম উপজেলাকে পরাজিত করে। খেলার ১ম অর্ধে ২৪মিনিটের সময় সোনাতলা উপজেলার টাইগার ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ২৬ মিনিটে কিং¯œলে ১টি গোল কওে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায়। ২য় অর্ধে নন্দীগ্রাম এর রতন ২মিঃ মাথায় ১টি গোল করে ২-১ করে। ৪মিনিটে শামিম আরো ১টি গোল করে ২-২ গোলের সমতা আনেন। এরপর ২০ মিঃ সোনাতলা পক্ষে কিংন্সলে ১টি গোল করে দল ৩-২ গোলে এগিয়ে নেয় পরবর্তীতে দলের পক্ষে কাবির আরও একটি গোল করে ৪-২ গোলে দলের জয় সুনিশ্চিত করেন। খেলায়
সোনাতলার কিংন্সলে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন মোঃ শফিকুল ইসলাম বাবু, তাকে সহযোগিতা করেন শাখাওয়াত হোসেন রঞ্জু, ফজওে রাব্বী টুটুল, চতুর্থ রেফারী ছিলেন জহুরুল ইসলাম। আগামীকালকে খেলায় অংশগ্রহণ করবে শাজাহানপুর উপজেলা বনাম গাবতলী উপজেলা।