দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিপ্লবকে অটোভ্যান চালক সমবায় সমিতির সংবর্ধনা প্রদান
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) :দুপচাঁচিয়া পৌরসভা কর্তৃক অবৈধ টোল আদায় বন্ধ হওয়ায় উপজেলার পশ্চিম আটগ্রাম অটোভ্যান চালক সমবায় সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লবকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আটগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা সভা সমিতির সাধারণ সম্পাদক বুলু চৌধুরীর সভাপতিত্বে ও এখলাছুর রহমান শাহিনের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, চামরুল ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক মহসীন মিলন, সহসাংগঠনিক সম্পাদক রানা প্রমুখ।