দুপচাঁচিয়ায় মীনা দিবস উদযাপিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) :দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস র্যালি ও স্বাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, উপজেলা কৃষিক কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন, প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকীসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাংস্কৃতিক, চিত্রাংকন ও যেমন খুশি তেমন
সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।