কাহালুতে মীনা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : “মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “মীনা দিবস/১৯ইং” উদযাপন উপলক্ষে মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। উক্ত র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদআখেরুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সাঈদা রহমান সহ অন্যান্য সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, সরকারি প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ। র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।