ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে মীনা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : মনের মতো স্কুল পেলে শিখবো মোরা হেসে খেলে’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে মীনা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জুন কুমার প্রমূখ।