নন্দীগ্রামে নানা আয়োজনে মীনা দিবস পালিত
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) :বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে মীনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায়উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বেরহয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম মডেলসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।র্যালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলানির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানশ্রাবণী আকতার বানু, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, আশরাফ আলী, সিরাজুন্নেসা,উর্মি তালুকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক গণ উপস্থিতছিলেন। পরে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মীনা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।