খালেদা জিয়ার ভাই সাঈদ ইসকেন্দারের মুত্যবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিএনপির দোয়া মাহফিল
বগুড়া সংবাদ ডট কম : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাই বিএনপির সাবেক ভাইচ চেয়ারম্যান মেজর (অবঃ) সাঈদ ইসকেন্দারের মুত্য বার্ষিকী উপলক্ষে সোমবার বাদ আসর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, ওমর ফারুক খান, ভিপি অধ্যাপিকা শামিমা আকতার পলিন। আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি নূর আফরোজ বেগম জ্যোতি, আলী হায়দার তোতা, মতি, হুমায়ন কবির খোকা, জেলা যুবদল আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর ছাত্রদলের সভাপতি সৌরভ হাসান, সাধারণ সম্পাদক রবিউল হাসান দারুন, রফিকুল ইসলাম, লিটন শেখ বাঘা, আরিফুর রহমান মজনু, নাজমা আক্তার, রনি,কহিনুর বেগম,মহাবত আলীসহ দলের নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লীবৃন্দ। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা বেলায়েত হোসেন।