fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

বিএনপির কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা শোকরানার দল থেকে পদত্যাগ

বগুড়া সংবাদ ডট কম : মুক্তিযোদ্ধা শোকরানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ ও জেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান হোটেল নাজ গার্ডেনে গণমাধ্যম কর্মীদের সামনে এ ঘোষনা দেন। শোকরানা তাঁর পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন, আমি আমার ব্যক্তিগত ও পারিবারিক কারনে বিএনপির কেন্দ্রীয় ও জেলা কমিটির পদ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে বিএনপির সাথে আমার কোন সম্পর্ক রইল না। তিনি আরো বলেন, আমি আপাতত কোন রাজনীতিতে নেই। ব্যবসায়ীক ও সামাজিক কর্মকান্ডের মধ্যে থাকবো। ভবিষ্যতে কি করবো তা সময়ই বলে দেবে। ২০ বছর বিএনপির সাথে ছিলাম। দলে পাওয়া না পাওয়া নিয়ে বিএনপির প্রতি কোন বিদ্বেষ নেই। বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, উনি ১৯৯৯ সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব তারেক রহমানের হাতে ফুল দিয়ে বিএননিতে যোগ দেন। তিনি বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া -১ আসনে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। কি কারনে তিনি পদত্যাগ করলেন আমাদের বোধগম্য নয়। শোকরানা স্বাধীনতা যুদ্ধের আগে বগুড়া শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর জেলা কমান্ডার সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর তিনি যুবলীগের নেতৃত্বে ছিলেন। তিনি আওয়ামীলীগের সংসদ সদস্য এখলাস উদ্দিন মোল্লার বেহাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =

Back to top button
Close