২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চবিত্ত দেশে পরিনত হবে -রাজশাহী বিভাগীয় কমিশনার
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উচ্চবিত্ত দেশে পরিনত হবে। অর্থনৈতিক সাফল্য নিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে। কিন্তু সমাজের দুর্নীতি, সামাজিক অবক্ষয়, মাদক ও অপরাধ প্রবনতা বন্ধ না হলে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। তাই সরকার একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে। দুর্নীতি, মাদক ও সামাজিক অবক্ষয় রোধ করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই এসব রোধ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। সোমবার সকাল ১১টায় বগুড়ার ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাসিব, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান ও উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মনিরুল ইসলাম, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল প্রমূখ। মতবিনিময় সভা শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর- উর-রহমান ধুনট উপজেলায় চলমান সরকারি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।