বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ
শিবগঞ্জ থানা পুলিশের হাতে মরণ নেশা ইয়াবা সহ একজন আটক
বগুড়া সংবাদ ডট কম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন) : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের হাতে ইয়াবা সহ পিরবের খয়রাপুকুর বাজার থেকে একজন আটক হওয়ার সংবাদ পাওয়া গেছে। জানা যায়, ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এএসআই মামুনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার পিরব ইউপির খয়রাপুকুর বাজারে মরণ নেশা ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলমিয়া নামের এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির শরীর তল্লাসি করলে ৮পিছ মরণ নেশা ইয়াবা পাওয়া যায়। আটককৃত ব্যাক্তি পিরব ইউপির পালিকান্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ঘর জামাইরত ফুলমিয়া (৩৫)। এ ব্যাপারে শিবগঞ্জ থানার এএসআই মামুন জানান, মরণ নেশা ইয়াবাসহ ফুলমিয়া কে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।