দুপচাঁচিয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : ‘দেশ প্রেমে শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্য বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির উপদেষ্টা ও ইউএনও এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য অসীম কুমার দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিম বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজীউর রহমান, সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়ালমেট ও দুদকের গঠনতন্ত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট প্রদান করা হয়।