বগুড়া সদরের চাঁদমুহা হরিপুরে হিন্দু সম্প্রদায় পরিবারের জায়গা জবর দখলের চেষ্টা থানায় অভিযোগ
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা হরিপুর মধ্যপাড়ায় হিন্দুদের সম্প্রদায়ের একটি জায়গা অপর একটি মাত্র হিন্দু পরিবার কর্তৃক জবর দখলের চেষ্টা, উভয় পরিবারে মাঝে চরম উত্তেজনা চলছে। যে কোন সময় তাদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। এ ব্যাপারে প্রতিকার দাবি করে চঞ্চল কুমার নামে একজন বাদী হয়ে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন আমাদের বসতবাড়ির সামনে আমাদের স্বত্ব দখলীয় কিছু জায়গা বিবাদী কিশোর চন্দ্র দাস, অমৃত চন্দ্র দাস, জগদীশ চন্দ্র দাস ও ভুবনেশ্বর চন্দ্র দাস আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে এবং দাবান শাসান করে বলছে আমাদের উক্ত জায়গার দখল ছাড়িয়া দিতে হবে। সহজে না দিলে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনে উক্ত জায়গা জবর দখল করবে। এ ব্যাপারে অভিযোগকারী গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেকেই এ ব্যাপারে অবগত করেছেন । এব্যাপারে গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজের সাথে কথা বললে তিনি বলেন, ঐ জায়গাটি চঞ্চল কুমার ও তাদের পরিবারের। গত বছর কিশোর চন্দ্র দাসের একটি মাত্র পরিবার আমার মাধ্যমে চঞ্চল কুমার এর পরিবারের কাছে থেকে আট দিনের জন্য পুজা করার উদ্দেশ্য চেয়ে নেয় এবং বলে পুজা শেষ হলেই জায়গা ছেড়ে দিবো। পুজা শেষে জায়গাটি ছেড়ে না দিয়ে দখলের পায়তারা করে। পরে এলাকাবাসীর চাপে সড়ে যেতে বাধ্য হয় এবং ১৫/১৬ জনের নামে মিথ্যা মামলা দায়ের করে। চঞ্চলেরা তাদের জায়গায় বাড়ী নির্মাণ করে। আবারও তারা সে জায়গা জবর দখলের চেষ্টা করছে। তারা হরিপুর হিন্দু সম্প্রদায়ের আপামর জনসাধারণ কিশোর চন্দ্র দাসের সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে পুলিশ প্রশাসনের প্রতি জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।