মা-বাবার পাশাপাশি ভালো শিক্ষকই হচ্ছেন মানুষ গড়ার কারিগর :আবু সুফিয়ান সফিক
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান সফিক বলেছেন, মা-বাবার পাশাপাশি একজন ভালো শিক্ষকই হচ্ছেন মানুষ গড়ার কারিগড়। কারন যে ছেলেমেয়ে বা ছাত্র-ছাত্রীরা শিক্ষার বিষয়ে মা-বাবার কথা শুনবে এবং ক্লাশে শিক্ষকেরা যা শিখাবেন এবং তাঁরা যেভাবে চলাফেরা করতে বলবেন এসব কিছু মেনে চলেলেই একজন শিক্ষার্থী সঠিক মানুষ হিসেবে গড়ে উঠবে। তাই প্রতিটি অভিভাবকের দায়িত্ব তাদের ছেলেমেয়েরা সঠিকভাবে স্কুলে বা মাদরাসায় যাচ্ছে কিনা এবং শিক্ষকদের কথা মানছে কিনা। তিনি আরো বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত। একজন মা শিক্ষিত হলে এ দেশ শিক্ষিত হবে এ জাতি শিক্ষিত হবে। শিক্ষার্থীদেরক বোর্ড বই পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তে হবে। যে শিক্ষার্থী যত বেশি বই পড়বে সে তত বেশি জ্ঞান অর্জন করবে। তাই বই পড়ার বিকল্প কোন নেই। শিক্ষাক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে অনেক এগিয়ে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষাতে ব্যাপক উন্নতি করেছে। স্কুল, মাদ্রাসা জাতীয়করণ থেকে শুরু করে আধুনিক একাডেমিক ভবন নির্মান ও শিক্ষার্থীদের কম্পিউটার শিখন সহ বিভিন্ন কর্মকান্ড বাস্তাবায়ন করে যাচ্ছেন। তিনি দেশের উন্নয়নে তথা দেশের মানুষের ভাগ্যে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শনিবার সকালে নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অত্র মাদ্রসার বিদুৎসাহী সদস্য আব্দুস ছামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান, আব্দুর রউফ, শহিদুল ইসলাম নান্টু, আইয়ুব আলী, আব্দুল বাকী, মহসীন আলম, মিজানুর রহমান, মাসুদুর রহমান, আজিজুর রহমান প্রমূখ। সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র মাদ্রসার সুপার মোঃ হযরত আলী।