দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে -সাবেক এমপি লালু
বগুড়া সংবাদ ডট কম : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বলেছেন, দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে। কারণ, সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন জুয়ায় আশ্রয় নিয়েছে। তারা ভাবছে জুয়া খেলে, কোনও রকমে টিকা থাকা যায়। যাবে না, কারণ এটা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের দেশ। রবিবার বিকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা মহিলাদল আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। লালু বলেন, দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিন এবং খালেদা জিয়ার মুক্তিতে কোনও বাধা হবে না। তাকে আইনগতভাবে মুক্তি দিন। ভোট চুরি করে যে পার্লামেন্ট গঠন করেছেন, তা বাতিল করেন। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিন। সাবেক এমপি লালু বলেন, আজকে আওয়ামী লীগের ছোট নেতা, পাতি নেতাদের দাপটে দেশে থাকা যাচ্ছে না। সরকারি কর্মচারিরা চুপচাপ চলে যায় মান-সম্মান, ইজ্জত নিয়ে। যা হুকুম করে তাই করতে হয়। চাঁদা দাও, নয়তো যাও। আজকে মাটি খুঁড়ে বেরিয়ে আসছে সরকারের পাপের ইতিহাস। কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসছে। বগুড়া জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. শাহজাদী লাইলা আঞ্জুমান বানু, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, ওমর ফারুক খান, ভিপি অধ্যাপিকা শামিমা আকতার পলিন, সাবেক এমপি নূর আফরোজ বেগম জ্যোতি, নাজমা আক্তার, শেফালী হক, এ্যাড. মেরী, বিউটি বেগম, শায়লা মুক্তা, রঞ্জনা বেগম, আয়েশা বেগম, কোহিনুর আক্তার, কাজল রেখা, নয়নতারা, রুনু, মিনারা, কামরুন, অলেদা, মুক্তি, সোহেলী মাহমুদ, হাজেরা, রুমা, নাজমাসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।