সোনাতলায় কলেজ ছাত্রের দুটি কিডনী বিকল ।। চিকিৎসার্থে আর্থিক সহায়তার আহবান
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদতা মোশাররফ হোসেন) : সোনাতলায় দরিদ্র পরিবারের সন্তান শ্যামসুন্দর সরকার (২৩) নামে একজন কলেজ ছাত্রের দুটি কিডনী বিকল হয়ে পড়েছে। উপজেলার কানুপুর গ্রামের কাঠ মিস্ত্রী শ্রী চৈতন্য সরকারের ছেলে ও স্থানীয় সরকারি নাজির আখতার কলেজের ডিগ্রি (পাস) কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র সে। দেড় বছর আগে শ্যামসুন্দর শিকদারের দুটি কিডনীর সমস্যা দেখা দেয়। তখন থেকে দরিদ্র বাবা-মা তাদের একমাত্র এই ছেলের চিকিৎসার ব্যয় বহন করে আসছেন। জায়গা-জমি,গাছপালা,গহনা বিক্রির টাকা ও উপার্জিত টাকাসহ এ পর্যন্ত প্রায় সাত লাখ টাকা ব্যয় হয়েছে বলে ছেলেটির বাবা জানান। তিনি আরো জানান, প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোনারুল ইসলাম কয়েক মাস চিকিৎসা করেন। কিন্তু আরোগ্য হয়নি। তিনি দুটি কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দেন। পরে সেখান থেকে নিয়ে যায় ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে। সেখানে প্রায় ছয় মাস ধরে চিকিৎসা চলে। এতে আরোগ্য না হওয়ায় সেখানকার জনৈক চিকিৎসক তিনিও অসুস্থ শ্যামসুন্দর সরকারকে দুটি কিডনী প্রতিস্থাপনের জন্য পরামর্শ দেন। তাহলেই ছেলেটি বাঁচতে পারে। দুটি কিনডী প্রতিস্থাপন করতে প্রায় ত্রিশ লাখ টাকা ব্যয় হবে বলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শ্যামসুন্দর সরকারের অভিভাবক জানান। ছেলেটিকে সেখান থেকে ফিরে এনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোনারুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা করা হচ্ছে। একমাত্র ছেলের চিকিৎসার টাকা সংগ্রহের জন্য দরিদ্র বাবা চৈতন্য সরকার আত্মীয়-স্বজনের দ্বারে-দ্বারে ঘুরছেন। কিন্তু তেমন সাড়া পাচ্ছেন না। ফলে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। অবশেষে টাকা জোগাতে দরিদ্র বাবা দেশের হৃদয়বান ও বিত্তবান মানুষদের কাছ থেকে আর্থিক সহায়তা কামনা করেছেন। সহায়তা পাঠাবার ঠিকানা- বিকাশ একাউন্ট নং ০১৭১৭৯৯৮৬১৮। অথবা হিসাব নং ০৬০৫৬০১০১৩৭৩২, সোনালী ব্যাংক, বালুয়াহাট শাখা, সোনাতলা, বগুড়া।